লংতরাইভ্যালিতে ক্রিকেট ‌প্রণয়-‌এর হাত ধরে জয়ী আইতরমা ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মে।।

বড় ব্যবধানে জয় পেলো আইতরমা ক্লাব। ২২৮ রানে পরাজিত করলো বিবেকানন্দ সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। প্রণয় কুমার সিনহার ঝড়ো শতরান দলকে বড় জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন। মাধব চন্দ্র বাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে আইতরমা ক্লাব প্রথমে ব্যাট নিয়ে বিশাল ৪০২ রান করে। দলের পক্ষে প্রণয় ৮৭ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩০,তুষার আচার্য ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, অভিজিৎ মারাক ৪০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ এবং মুকেশ ত্রিপুরা ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৬৭ রান।বিবেকানন্দ সঙ্ঘের পক্ষে রাহুল রায় (‌৪/‌৮৫) সফল বোলার।জবাবে খেলতে নেমে বিবেকানন্দ সঙ্ঘ ১৭৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অঙ্কুর বনিক ৭০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪১ এবং সৌরভ সরকার ৫৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৫৪ রান। ‌আইতরমা ক্লাবের পক্ষে চিরঞ্জীৎ ত্রিপুরা (‌২/‌১২), প্রণয় কুমার সিনহা (‌২/‌২৮) এবং অভিজিৎ দাস (‌২/‌৩০) সফল বোলার।‌‌‌‌