ওপিসি:- ৯৪/১০(৩৯.২)
পোলস্টার:- ৯৫/৪(২২)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।। লস্করিং ম্যাচে দুর্দান্ত জয়পুর স্টারের হারিয়েছে ওল্ড প্লে সেন্টারকে ছয় উইকেটের ব্যবধানে।পোলস্টার ক্লাব ছয় উইকেটের বড় ব্যবধানে জয় ছিনিয়ে তারা এখন পয়েন্ট তালিকার শীর্ষস্থান অটুট রেখেছে। পঞ্চম দিনের খেলা শেষে ২ দল পোলস্টার ও ব্লাড মাউথ-এর পয়েন্ট সমসংখ্যক ১২ করে হলেও রানের গড়ের নিরিখে পোলস্টার শীর্ষেই রয়েছে। আজ, বুধবার এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শুরুতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। পোলস্টারকে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের জন্য। নির্ধারিত পঞ্চাশ ওভারে পোলস্টার ৫ উইকেট হারিয়ে ৪১৬ রান সংগ্রহ করে। সাম্প্রতিক কালের মধ্যে এটিও একটি রেকর্ড। দলীয় ২৬ জনের মধ্যে ৪ উইকেট হারিয়ে পোলস্টার যখন বিপদ সীমার কিনারায়। পঞ্চম উইকেটে নেমে অধিনায়ক অরিন্দম বর্মন একাই যেন খড়গহস্ত ধারণ করেন। ৩৫ রানের মধ্যে আরও একটি উইকেটের পতন ঘটলে সন্দীপ সরকার এসে অরিন্দমকে দুর্দান্ত সঙ্গ দেয়। অরিন্দম-সন্দীপ জুটি অপরাজিত ভূমিকায় ৩৫৫ রান সংগ্রহ করে। ষষ্ঠ উইকেটের জুটিতে ৩৫৫ রান সংগ্রহ নিঃসন্দেহে রাজ্য ক্রিকেটের ইতিহাসে ণতুন রেকর্ড বটে। সন্দীপ অপরাজিত থাকে ৬৫ রানে। ইউনাইটেড বিএসটি’র রাজা নিগম ও আমন সিং দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ইউনাইটেড বিএসটি ৩০.৪ ওভার খেলে ১৬৯ টানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে প্রণব দাস সর্বাধিক ৩৪ রান পায়। পোলস্টারের অমরেশ দাস ২৯ রানে ৫ উইকেট দখল করে সাফল্য ছিনিয়ে নেয়। এছাড়াও সন্দীপ সরকার ও দৈপায়ন ভট্টাচার্য দুটি করে এবং কাজল সূত্রধর একটি উইকেট পেয়েছে। তবে রেকর্ড রানের সৌজন্য স্বরূপ অরিন্দম বর্মন পেয়েছে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব।