ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।।দুরন্ত পরিকল্পনা। মেলারমাঠের এগিয়ে চলো সঙ্ঘের কর্তাদের। এবছর অনূর্ধ্ব-১৩ আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ২০ হাজার টাকা এবং বাইজুস মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে রাজ্য ক্রিকেট সংস্থা থেকে ১ লাখ টাকা পায় এগিয়ে চলো সঙ্ঘ। ওই পুরো টাকা ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিলো এগিয়ে চলো কর্তারা। আজ বিকেল সাড়ে ৪ টায় উমাকান্ত মিনি স্টেডিযামের সামনের মাঠে এগিয়ে চলোর অনুশীলন শিবিরের সামনে দলের হয়ে ক্রিকেটারদের মধ্যে প্রাপ্য টাকা ভাগ করে দেওয়া হবে। ক্লাব সচিব সুমন্ত গুপ্ত এখবর জানান। তিনি সকল ক্রিকেটারদের মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
2023-05-10