রাজৌরিতে শহীদ জওয়ানদের চোখের জলে বিদায়, গ্রাউন্ড জিরোতে নর্দার্ন সেনা কমান্ডার

জম্মু, ৬ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় জঙ্গি হামলায় শহীদ ৫ জন জওয়ানকে শ্রদ্ধা নিবেদন করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। শনিবার সকালে শহীদ ৫ জওয়ানকে চোখের জলে বিদায় জানানো হয়। এদিকে, শনিবার সকালেই গ্রাউন্ড জিরোতে পৌঁছন নর্দার্ন সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, রাজৌরির কান্দিতে চলমান অভিযানের অপারেশনাল পরিস্থিতি পর্যালোচনা করতে সেখানে পৌঁছন তিনি। গ্রাউন্ড কমান্ডাররা তাঁকে অপারেশনের সব দিক সম্পর্কে অবহিত করেন।

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় শনিবার দ্বিতীয় দিনে পড়ল এনকাউন্টার। রাজৌরিতে শুক্রবারই সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ৫ জন জওয়ান। জঙ্গিদের এখনও ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। রাজৌরিতে শহীদ জওয়ানদের শনিবার সকালে চোখের জলে বিদায় জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। সূত্রের খবর, শনিবারই রাজৌরিতে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।