শ্রীনগর, ৬ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় এক লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদীকে নিরস্ত্র করেছে সুরক্ষা বাহিনী। শনিবার উত্তর কাশ্মীরের বারামুল্লার জেলার কারহামা কুঞ্জের এলাকায় নিকেশ হয়েছে একজন লস্কর জঙ্গি। বারামুল্লার এসএসপি আমোদ অশোক নাগপুরে বলেছেন, কিছু সন্দেহজনক গতিবিধির খবর পাওয়া যায়। এরপর কারহামা কুঞ্জের এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছিল, সেই সময় আমাদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। পাল্টা গুলিতে এলইটি-র একজন সন্ত্রাসী নিহত হয়েছে। বারামুল্লার এসএসপি আমোদ অশোক নাগপুরে জোর দিয়ে বলেছেন, “জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনকে সামনে রেখে আমাদের বাহিনী সতর্ক রয়েছে এবং জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন সফলভাবে আয়োজন করা হবে।”
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বারামুল্লা এনকাউন্টারে এক লস্কর জঙ্গি নিহত হয়েছে, সম্ভবত একজন জঙ্গি আহত হয়েছে। এনকাউন্টারস্থল থেকে একটি একে ৫৬ রাইফেল, চারটি একে রাইফেলের ম্যাগাজিন, একে রাইফেলের ৫৬ রাউন্ড গুলি, একটি ৯ এমএম ম্যাগাজিন-সহ পিস্তল, তিনটি গ্রেনেড উদ্ধার হয়েছে। বারামুল্লায় নিহত লস্কর জঙ্গির নাম-আবিদ ওয়ানি। ওই জঙ্গি কুলগামের ইয়ারহোল বাবাপোরার বাসিন্দা।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় শনিবার দ্বিতীয় দিনে পড়ল এনকাউন্টার। রাজৌরিতে শুক্রবারই সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ৫ জন জওয়ান। জঙ্গিদের এখনও ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী।রাজৌরিতে শহীদ জওয়ানদের শনিবার চোখের জলে বিদায় জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। সূত্রের খবর, শনিবারই রাজৌরিতে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।