মেরঠ, ৪ মে (হি.স.): উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর গুলিতে মারা পড়ল কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানা। বৃহস্পতিবার উত্তর প্রদেশের মেরঠে কুখ্যাত এই গ্যাংস্টারকে গুলি করে মেরেছে এসটিএফ। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত ছিল অনিল দুজানা।
গৌতম বুদ্ধ নগরের ত্রাস হিসেবে পরিচিত ছিল অনিল দুজানা। প্রথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার মেরঠে এসটিএফ ও অনিল দুজানা গ্যাংয়ের সদস্যদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেই এনকাউন্টারে নিকেশ হয়েছে অনিল দুজানা।

