মুম্বই, ৪ মে (হি.স.) : মুম্বইয়ের পুলিশ ৩২ লাখ টাকার মাদকসহ একজন নাইজেরিয়ান নাগরিকসহ চারজনকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের ৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।
মামলার তদন্তকারী পুলিশ আধিকারিক বৃহস্পতিবার বলেন, ২২ এপ্রিল মাদক ব্যবসায়ী শশীকান্ত জগতাপ (৩১)কে গোরেগাঁওয়ে পুলিশের একটি দল ৫ লাখ টাকার মাদকসহ গ্রেফতার করেছিল। এই অভিযুক্তের খবরের ভিত্তিতে মুম্বইয়ের বিভিন্ন এলাকা থেকে একজন নাইজেরিয়ান নাগরিক সহ চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন সুরাজ হাবিব শেখ, জহির ওয়াহাবুদ্দিন কুরেশি, রিয়াজ নাসির আলি সাইয়িদ এবং নাইজেরিয়ান নাগরিক সানডে জন আমবেজ। এদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং মূল মাদক চোরাকারবারীর বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

