স্কুল দাবায় আয়ুষ, সমৃদ্ধি, দিগন্ত পৌশালী সেরা : ভুয়ো দাবাড়ুর অভিযোগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।।রাজ্য সেরা হলো আয়ুষ সাহা, সমৃদ্ধি ঘোষ, দিগন্ত রায় এবং পৌশালি পাল। মহকুমার কবি নজরুল বিদ্যামন্দিরে তিনদিনব্যাপী আসর শেষ হয় সোমবার। আসর শেষ হলেও এবারের রাজ্য আসর নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিলো বিভিন্ন জেলার দাবাড়ু সহ অভিভাবকদের মধ্যে। প্রশ্ন উঠেছে রাজ্য স্কুল দাবায় বেআইনি দাবাড়ু-‌র অংশগ্রহণ নিয়ে। পশ্চিম জেলা আসরে খেলেনি এমন দাবাড়ু এবার অংশ নিয়েছে তেলিয়ামুড়ায় রাজ্য স্কুল দাবায়। নিয়মানুযায়ি জেলার নির্বাচিত কোনও দাবাড়ু অংশ না নিলে তাদের পরের স্থানে থাকা দাবাড়ুদের ডাকা হবে খেলার জন্য। কিন্তু পশ্চিম জেলার কর্তারা তা না করে নিজেদের শক্তি বাড়ানোর জন্য বাকা পথে জেলা আসরে অংশ না নেওয়া দুই দাবাড়ুকে খেলিয়েছেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, প্রতিভাবান দাবাড়ু শাক্য সিংহ মোদক এবছর পশ্চিম জেলা স্কুল দাবার নির্বাচনী শিবিরে অংশ নেয়নি। ফলে নির্বাচিতও হয়নি। পশ্চিম জেলা থেকে যে তালিকা ঘোষনা করা হয়েছিলো তাতে নাম ছিলো না ওই দাবাড়ুটির। অথচ রাজ্য দাবায় অংশ নিয়েছে ওই দাবাড়ুটি। এবং ৬ রাউন্ড শেষে সাড়ে ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে অনূর্ধ্ব-‌১৪ বিভাগে। প্রশ্ন দেখা দিয়েছে কীভাবে রাজ্য আসরে খেললো শাক্য?‌ এনিয়ে পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় স্পষ্টভাবেই বলেন, নিয়মানুয়ায়ি খেলতে পারে না ওই দাবাড়ুটি। তাহলে প্রশ্ন আসরে অংশ নেওয়ার সম্মতি দিলো কে ওই দাবাড়ুটিকে?‌ শুধু শাক্য নয়, পশ্চিম জেলা আসরে অনূর্ধ্ব-‌১৭ বিভাগে কোনও বালিকা দাবাড়ু অংশ নেয়নি। অথচ রাজ্য আসরে পশ্চিম জেলার হয়ে খেলে আসলো কাকলি দাস। প্রশ্ন কীভাবে?‌ কে সেই কাকলি?‌ এনিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অভিভাবকরা। অনেকেই মনে করছেন বাকা পথে শাক্য এবং কাকলি-‌কে খেলার সুযোগ করে দিয়ে আগামীদিনে নিজেদের বিপদ ডেকে এনেছেন পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের কর্তারা। আগামীদিনে অন্য জেলাগুলোও সেই পথই অবলম্বন করবে বলে অভিভাবকরাও স্পষ্টভাবে জানিয়ে দেন। আসরে অনূর্ধ্ব-‌১৪ বালক বিভাগে আয়ুষ সাহা, শাক্য সিং মোদক,দেবজিৎ দে, অনিষ মজুমদার, দেবময় বর্মন, বালিকা বিভাগে সমৃদ্ধি ঘোষ,শ্রেয়সী সাহা,রাধিকা মজুমজার, বৈশালী দেবনাথ,একান্তিকা সরকার, অনূর্ধ্ব-‌১৭ বালক বিভাগে দিগন্ত রায়, অভিজ্ঞান ঘোষ, বীপ্রায়ন চৌধুরি,অগ্রজিৎ পাল, প্রান্তিক দেবনাথ, বালিকা বিভাগে পৌশালি পাল, মুন চক্রবর্তী, রিশা দাস, মেঘা রায় এবং প্রাচী সাহা যথাক্রমে প্রথম ৫ টি স্থান দখল করে। আসর পরিচালনা করেন জাতীয়  আরবিটর অনুপম ভট্টাচার্য। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *