কর্ণাটকের বিজেপি সরকার রাজ্যে চালু করবে অভিন্ন দেওয়ানি বিধি, বাতিল করেছে ৪ শতাংশ মুসলিম সংরক্ষণ’, বেঙ্গালুরুতে বলেছেন হিমন্তবিশ্ব শর্মা

বেঙ্গালুরু, ২ মে (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের পর কর্ণাটকে ফের সরকার গড়বে বিজেপি। পরবর্তী সরকার কর্ণাটকে চালু করবে অভিন্ন দেওয়ানি বিধি। কেবল তা-ই নয়, ইতিমধ্যে বাতিল করেছে মুসলিম সম্প্রদায়কে প্রদত্ত চার শতাংশ সংরক্ষণ। আজ বেঙ্গালুরুর মল্লেশ্বরমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন কর্ণাটক নির্বাচনে অন্যতম তারকা প্রচারক তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা গতকাল ১ মে থেকে কর্ণাটকের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারে রয়েছেন। এরই ফাঁকে গতকাল সন্ধ্যায় তিনি বেঙ্গালুরুতে উত্তর-পূর্বাঞ্চলের প্রবাসী নাগরিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগদান করেছিলেন। গতকাল তিনি কর্ণাটকের তুমকুরে একটি বিশাল রোড শো-রও নেতৃত্ব দিয়েছেন। এর পর আজ মঙ্গলবার সকালে মল্লেশ্বরমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, অভিন্ন দেওয়ানি বিধি লাগু করে লিঙ্গ বৈষম্য দূর করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। গত ২৪ মার্চ বিজেপি নেতা বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বে কর্ণাটক সরকার রাজ্যের অনগ্রসর শ্রেণি হিসেবে মুসলমানদের স্বীকৃতি বাতিল করে তাঁদের ব্রাহ্মণ, জৈন, বৈশ্য এবং অন্যান্য অ-পশ্চাদপদদের পাশাপাশি অর্থনৈতিকভাবে দুর্বলদের সাধারণ শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছে। এতে তারা ১০ শতাংশ কোটার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। ন্যায়বিচারের জন্য এই বিধির বাস্তবায়ন অত্যন্ত জরুরি ছিল। বলেন, ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগ করে মুসলিম মহিলাদের জন্য লিঙ্গ ন্যায়বিচার এবং সমঅধিকার নিশ্চিত করবে বিজেপি সরকার। এই সিদ্ধান্ত খুবই ঐতিহাসিক।

এ প্ৰসঙ্গে হিমন্তবিশ্ব শৰ্মা বলেন, কর্ণাটক বিজেপি একটি খুব সাহসী পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের দাবির সূচনা করবে। ড. শর্মা বলেন, এছাড়া দেশব্যাপী জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বাস্তবায়ন কেবল সময়ের প্রয়োজনে।
প্রাসঙ্গিক বক্তব্যে তিনি বলেন, বাবাসাহেব আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে ভারতের সংবিধান প্রণয়ন করেছেন। তিনি দাবি করেছেন, পরবর্তীতে সংবিধান ধর্মীয় সংরক্ষণের বিরুদ্ধে ছিল।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা কর্ণাটক নিৰ্বাচনে কংগ্রেসের ব্যর্থতার নানা দিক তুলে ধরে তুলোধোনা করেছেন। বলেন, কংগ্রেস প্রবর্তিত নীতিগুলির ফলে কর্ণাটকের সামাজিক-রাজনৈতিক পবিত্রতা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কংগ্রেসকে একটি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দল হিসেবে ব্যাখ্যা করে ড. শৰ্মা বলেন, কৰ্ণাটকের তফশিলি জাতি ও উপজাতিদের কথা না ভেবে ধর্ম-ভিত্তিক সংরক্ষণের মাধ্যমে সমাজে একটি ব্যবধান তৈরি করার চেষ্টা করেছে কংগ্রেস। এর জন্য নিন্দাই যথেষ্ট নয়, এই দলকে উৎখাত করতে হবে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের এক বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে হিমন্তবিশ্ব শর্মা মহাদেব শিবের গলায় বিষাক্ত সাপের উদাহরণ দিয়ে বলেন, ‘হ্যাঁ মোদীজি সাপই বটে। তবে দুর্নীতিগ্রস্ত কংগ্রেসিদের কাছে মোদীজি সাপ। এই সাপ অবশ্যই তাঁদের দংশন করবে। এর জন্য তাঁদের প্রস্তুত থাকতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *