মুম্বই, ২ মে (হি.স.): এনসিপি-র জাতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন বর্ষীয়ান নেতা শরদ পওয়ার। মঙ্গলবার শরদ পওয়ার নিজেই ঘোষণা করেছেন, “আমি এনসিপি-র জাতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি।” শরদ পাওয়ারের এই ঘোষণার পরই তাঁর সমর্থকরা অসন্তোষ প্রকাশ করেছেন। শরদ পাওয়ারের ঘোষণা শুনে ভেঙে পড়েন এনসিপি নেতা জয়ন্ত পাটিল।
ছগন ভুজবল, জিতেন্দ্র আওহাদ এবং দিলীপ ওয়ালসে পাটিল-সহ এনসিপি নেতারা বলেছেন, “এনসিপি সভাপতির পদ থেকে আপনার (শরদ পওয়ার) পদত্যাগ করার সিদ্ধান্ত আমরা মেনে নিতে প্রস্তুত নই। আমরা চাই আপনি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।” দলীয় কর্মীদের উদ্দেশে শরদ পওয়ার বলেছেন, “আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি, কিন্তু আমার পদত্যাগ গ্রহণ করুন।”
এনসিপি নেতা অজিত পওয়ার বলেছেন, “পওয়ার সাহেব (শরদ পওয়ার) সর্বদা এনসিপি পরিবারের প্রধান থাকবেন। যিনি নতুন সভাপতি হবেন তিনি শুধুমাত্র পওয়ার সাহেবের নির্দেশনায় কাজ করবেন।” অজিত পওয়ার আরও বলেছেন, “পওয়ার সাহেব নিজেই কয়েকদিন আগে গার্ড পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। বয়স এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁর সিদ্ধান্ত আমাদের ভাবনাচিন্তা করে দেখা উচিত। সবাইকে সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, পওয়ার সাহেব সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি তা ফিরিয়ে নেবেন না।”
অজিত মেনে নিলেও, অন্যান্য নেতারা এখনও শরদ পওয়ারকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন। সুপ্রিয়া সুলেকে কিছু না বলার পরামর্শ দিয়েছেন অজিত পওয়ার। অজিত বলেছেন, “আমি তাঁর বড় ভাই এবং সেই কারণেই আমি তাঁকে (সুপ্রিয়া সুলে) এই পরামর্শ দিচ্ছি।” এনসিপি কর্মীরা দাবি করছেন, সুপ্রিয়া সুলেকে শরদ পওয়ারের সঙ্গে কথা বলা উচিত।