মালে, ২ মে (হি.স.): ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এখন মালদ্বীপ সফরে রয়েছেন। মঙ্গলবার মালে-তে সে দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজনাথ সিং। দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, “মালে-তে রাষ্ট্রপতির কার্যালয়ে ইব্রাহিম মহম্মদ সোলিহের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার জন্য আমরা বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছি।”