টাওয়ার চুরির কিনারা-পুলিশের জালে আন্তঃ রাজ্য দুষ্কৃতি চক্র

বাঁকুড়া, ২৯ এপ্রিল (হি. স.) : টাওয়ার চুরির তদন্তে হদিশ মিললো আন্তঃ রাজ্য দুষ্কৃতি চক্রের।পুলিশের জালে মূল পান্ডা সহ সাত জন।এই অপরাধ চক্র অন্য জেলাতেও জাল ছড়িয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি বড়জোড়া থানার মালিয়াড়া তে একটি চল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট একটি টাওয়ার চুরি হয়।টাওয়ার কোম্পানি র পক্ষ থেকে থানায় আভিযোগ দায়ের এর পর পুলিশ তদন্তে নামে বড়জোড়া থানার পুলিশ।

পুলিশ প্রথমেই যে জমিতে টাওয়ার বসানো হয়েছিল সেই জমির মালিককে গ্ৰেফতার করে।তাকে জেরা করতেই একে একে রহস্য ফাঁস হতে থাকে।এই ঘটনায় মূল পান্ডা বিহারের সমস্তিপুরের বাসিন্দা কে আসানসোল থেকে গ্ৰেফতার করে বড়জোড়া থানার পুলিশ ।তাকে হেফাজতে নিয়ে পুলিশ সমস্তিপুরের থেকে একজনকে বাঁকুড়ার দুর্লভপুর থেকে তিনজনক গ্রেফতার করে।ধৃতদের জেরা করে পুলিশ হদিশ পায় হাওড়ার চ্যটার্জী হাট ও লিলুয়ার দুই দুষ্কৃতির।তাদের কাছে চুরি যাওয়া টাওয়ার, অন্যান্য সামগ্ৰী বাজেয়াপ্ত করে।চুরি যাওয়া মালপত্র পরিবহনের জন্য ব্যবহৃত গাড়ি টিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।এই অপরাধীদের জাল আরও কোথাও ছড়িয়ে ছে তা খতিয়ে দেখছে পুলিশ।