নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): দিল্লির যন্তর মন্তরে ডাব্লিউএফএই (রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া)-এর প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। একইসঙ্গে প্রশ্ন তুললেন কেন বাঁচানো হচ্ছে ব্রিজভূষণ সিংকে? দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলন শনিবার সপ্তম দিনে পড়েছে। এদিন সকালে কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা নিজে কুস্তিগীরদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন। প্রিয়াঙ্কা গান্ধী এদিন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাঁদের দাবিদাওয়া, অভিযোগের কথা শোনেন।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগীরদের সঙ্গে দেখা করে কেন্দ্রকে নিশানা করে বলেন,”যে এফআইআর দায়ের করা হয়েছে তা কেউ জানে না। কেন তারা তা দেখাচ্ছে না? যখন এই কুস্তিগীররা দেশের হয়ে পদক জেতে, আমরা সবাই টুইট করি এবং গর্ববোধ করি কিন্তু এখন তাঁরা রাস্তায় নেমেছে ন্যায়বিচারের আশায় এবং তারা ন্যায়বিচার পাচ্ছে না। মহিলা কুস্তিগীররা এই পর্যায়ে পৌঁছানোর জন্য অনেক সংগ্রাম করে এবং আমি বুঝতে পারছি না সরকার কেন ব্রিজভূষণ শরণ সিংকে বাঁচাতে মরিয়া? প্রিয়াঙ্কা আরও বলেছেন, “প্রধানমন্ত্রীর কাছে আমার কোনও প্রত্যাশা নেই, কারণ তিনি যদি এই কুস্তিগীরদের নিয়ে চিন্তিত হন, তাহলে কেন তিনি এখনও তাদের সঙ্গে কথা বলেননি অথবা দেখা করেননি। দেশ তাঁদের পাশে দাঁড়িয়ে আছে এবং আমি খুব গর্বিত যে এই কুস্তিগীররা এই ধরনের সমস্যার বিরুদ্ধে নিজেদের আওয়াজ তুলেছেন।”
উল্লেখ্য, দিল্লি পুলিশ শুক্রবারই বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ২টি এফআইআর দায়ের করেছে। দিল্লি পুলিশের এই এফআইআর প্রসঙ্গে ব্রিজভূষণ বলেছেন, “আমি এখনও এফআইআর কপি পাইনি। এফআইআর কপি পেলেই কথা বলবো।”

