এবারের নির্বাচন কর্ণাটকের ভবিষ্যৎ নির্ধারণ করবে : অমিত শাহ

ধারওয়ার, ২৮ এপ্রিল (হি.স.) : এবারের নির্বাচন কর্ণাটকের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। শুক্রবার কর্ণাটকের ধারওয়ারের নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেছেন, কর্ণাটকের এই নির্বাচন কর্ণাটকের ভবিষ্যত নির্ধারণ করবে। এই নির্বাচনগ কর্ণাটকের আদিবাসী সম্প্রদায়ের, কর্ণাটকের কৃষকদের এবং রাজ্যে বসবাসকারী প্রতিটি মানুষের ভবিষ্যত নির্ধারণ করবে।

অমিত শাহ আরও বলেছেন, একদিকে রাহুল বাবার নেতৃত্বে কংগ্রেস পার্টি এবং অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি রয়েছে। এই নির্বাচন মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার কর্ণাটককে আগামী পাঁচ বছরের জন্য এগিয়ে নিয়ে যাবে নাকি কংগ্রেস সরকার কর্ণাটককে পিছিয়ে নিয়ে যাবে তা সিদ্ধান্ত নেওয়ার একটি নির্বাচন। অমিত শাহের কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন, তিন জায়গায় কংগ্রেসের সরকার ছিল, কেন্দ্রে ছিল, কর্ণাটকে ছিল এবং গোয়াতেও ছিল কিন্তু কংগ্রেস গুরত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারেনি।