অমরাবতী, ২৪ এপ্রিল(হি.স.) : দলে ভাঙন নিয়ে জোর চর্চার মধ্যেই মহা বিকাশ আঘাড়ি জোটের কার্যত মৃত্যুঘন্টা বাজিয়ে দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। সোমবার অমরাবতীতে এক সাংবাদিক সম্মেলনে্ মহা বিকাশ আঘাড়ি জোটের ভবিষ্যত নিয়ে জল্পনা বাড়িয়ে তিনি বলেন, ‘আজ আমরা মহা বিকাশ আঘাড়ি জোটে রয়েছি। ২০২৪ সালের লোকসভা ভোটে মহা বিকাশ আঘাড়ি জোটে থাকব কিনা তা নিয়ে এই মুহুর্তে কিছু বলা সম্ভব নয়।’ পওয়ারের মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
গত কয়েকদিন ধরেই মরাঠা রাজনীতিতে নয়া সমীকরণ তৈরির ইঙ্গিত মিলতে শুরু করেছে। এনসিপি বিধায়কদের একাংশকে ভেঙ্গে নিয়ে অজিত পওয়ার বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন বলে জোর চর্চা শুরু হয়েছে। ইদানিং এনসিপির কর্মসূচি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন শরদ পওয়ারের ভাইপো। তবে অজিতকে শিবিরে টানা নিয়ে বিজেপিকে পরোক্ষে হুমকি দিয়েছে শিন্দেসেনা। দলের মুখপাত্র সঞ্জয় শিরাসত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শরদের ভাইপোকে এনডিএ’তে নিলে জোট সরকার ছেড়ে বেরিয়ে যাবে শিন্দে সেনা।’ উদ্ধব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত দাবি করেছেন, ‘একনাথ শিন্দে সরকারের মৃত্যু পরোয়ানা তৈরি হয়ে গিয়েছে।