ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।।গঠিত হলো নতুন কমিটি। রাজ্য বাস্কেটবল সংস্থার। আগামী ৩ বছরের জন্য। রবিবার জেলার প্রতিনিধিদের নিয়ে হয় সংস্থার বার্ষিক সাধারন সভা। তাতে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক সংস্থার চেয়ারম্যান রতন সাহা, প্রাক্তন খেলোয়াড় সঞ্জয় সাহা। সভায় আলোচনা ক্রমে গঠিত হয় নতুন কমিটি। ওই কমিটির চিফ পেট্রন মেয়র দীপক মজুমদার, পেট্রন মতিলাল সাহা, সভাপতি সঞ্জয় সাহা, সচিব সমীর দাস এবং কোষাধ্যক্ষ অশোক পাল নির্বাচিত হযেছেন। সহসভাপতি হিসাবে ৪ জন এবং ২ জন যুগ্ম সচিব হিসাবে রাখা হয়েছে কমিটিতে। এছাড়া সদস্য হিসাবে রাখা হয়েছে আরও ৮ জনকে। সভা শেষে আগামীদিনে ত্রিপুরাতে ওই খেলার উন্নতির জন্য আর কী কী করা দরকার তা নিয়ে হয় বিস্তর আলোচনা।
2023-04-23