ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।।আসন্ন ফুটবল মরশুম। বরাবরের মতো এবার ও ময়দান কাঁপাতে প্রস্তুত লালবাহাদুর ব্যায়ামগার। ফুটবল মরসুম শুরুর পূর্বে খুঁটি পূজো দিলেন লাল বাহাদুর ব্যায়ামাগারের প্রতিনিধিরা। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে হলো এই আয়োজন। ক্লাবের টার্গেট একটাই ভালো দল গঠন করা। সঙ্গে অবশ্যই ভালো ফুটবল তুলে ধরা রাজ্যের ফুটবল প্রেমীদের জন্য। ফুটবল ময়দানে লালবাহাদুর ক্লাবের একটা ঐতিহ্য রয়েছে। এটা বজায় রেখেই এবারও আবার দল গঠন করে মাঠে নামতে প্রস্তুত লালবাহাদুর ব্যায়ামাগার ক্লাব।
2023-04-23