নেশা সামগ্রী সহ দুই যুবক পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে বিশালগড় থানার পুলিশ৷ শনিবার রাতে অফিসটিলা এলাকায় বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে পুলিশ দাগী নেশা কারবারী সুব্রত দাস(লাবরা) পিতা মৃত রঞ্জিত দাস সঙ্গে বিদ্যুৎ সরকার(২৯) ও প্রসেনজিৎ দাস(২২) কেও জালে তুলতে সক্ষম হয়েছে৷ জানা গেছে তাদের নামে এর আগেও এনডিপিএসের মত গম্ভীর মামলার  সাথে যোগসূত্র রয়েছে৷ এদিন সুব্রত দাসের বাড়িতে অভিযান চালিয়ে ২১০ টি ব্রাউন সুগারের কন্টেইনার,১৮০ টি ন্যাপটেন ট্যাবলেট সহ একটি অল্টো ৮০০ মারুতি গাড়ি বাজেয়াপ্ত করে৷ রবিবার সকালে তাদের কোর্টে তোলা হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *