ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সফর করলেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ কালবৈশাখীর ঝড়ে খোয়াই, আশারাম বাড়ি, বেহালা বাড়ি, পশ্চিম চাম্পা ছড়া, পূর্ব বাচাইবাড় সহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা৷৷ পরিদর্শন কালে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলেন৷৷ পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তার জন্য রাজ্য প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর কাছে  আবেদন করেন যাতে এই পরিবার গুলোকে আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করা হয়৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য তিনি বলেন রাজ্য প্রশাসন সহ মুখ্যমন্ত্রী যাতে এই জায়গা গুলি এসে পরিদর্শন করে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথা বলেন৷৷ যদিও তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীকে ও চিঠি লিখে এই অসহায় পরিবার গুলোর বিষয়ে অবগত করবেন বলে জানান৷৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *