জাতিগত শুমারি হলেই রাম রাজ্য, সমাজতন্ত্র, সবকা সাথ ও সবকা বিকাশ সম্ভব : অখিলেশ যাদব

লখনউ, ২২ এপ্রিল (হি.স.): বিজেপির বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তোপ দেগেছেন যোগী আদিত্যনাথ সরকারকেও। শনিবার অখিলেশ যাদব বলেছেন, জাতিগত শুমারি হলেই রাম রাজ্য, সমাজতন্ত্র, সবকা সাথ ও সবকা বিকাশ সম্ভব। বিজেপিকে মিথ্যেবাদী আখ্যা দিয়েছেন তিনি।

অখিলেশ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, জাতিগত শুমারি হলেই রাম রাজ্য, সমাজবাদ, সবকা সাথ এবং সবকা বিকাশ সম্ভব। বিজেপি মিথ্যাবাদী, তারা স্মার্ট সিটির স্বপ্ন দেখিয়েছিল কিন্তু উত্তর প্রদেশের শহরগুলিকে আবর্জনা বানিয়েছে।