সমীরণ স্মৃতি ঘরোয়া টি-২০ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল।। কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মূল পর্বের খেলা। নকআউট প্রথায়। জিতলেই সেমিফাইনালে খেলার ছাড়পত্র মিলবে। আটটি দলের ক্রিকেটাররাই বিরতির দিনে আজও প্রয়োজনীয় প্র্যাকটিস করে নিয়েছে উদ্দেশ্য একটাই, আগামীকাল ডু-অর-ডাই ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া। আগামীকাল দুই মাঠে, দুই বেলায়, দুটি করে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল। ইতোমধ্যে মঙ্গলবার টুর্নামেন্টের গ্রুপ লীগ পর্যায়ের ৪২ টি ম্যাচ শেষ হয়েছে। লীগ পর্যায়ের দুটি গ্রুপ থেকে চারটি করে আটটি দল আগামীকালই কোয়ার্টার ফাইনালে খেলবে। এমবিবি স্টেডিয়ামে সকাল ন’টায় গ্রুপ-এ চ্যাম্পিয়ন স্ফুলিঙ্গ ক্লাব খেলবে গ্রুপ-বি থেকে চতুর্থ স্থান অর্জনকারী ওল্ড প্লে সেন্টার বা ওপিসি-র বিরুদ্ধে। একই স্টেডিয়ামে দুপুর সোয়া একটায় গ্রুপ-বি চ্যাম্পিয়ন ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে বি-গ্রুপের চতুর্থ স্থান অর্জনকারী চলমান সংঘের বিরুদ্ধে। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকাল ন’টায় গ্রুপ বি-তে দ্বিতীয় শীর্ষে থাকা জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি) খেলবে গ্রুপ এ-র তৃতীয় শীর্ষ স্থানাধিকারী ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে। একই গ্রাউন্ডে দুপুর ১টায় গ্রুপ -এ থেকে দ্বিতীয় শীর্ষে থাকা কসমোপলিটন ক্লাব খেলবে গ্রুপ বি-তে তৃতীয় স্থানাধিকারী বনমালীপুর ক্রিকেট ক্লাবের (বিসিসি) বিরুদ্ধে।