ধুবড়ি (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : রঙালি বিহুর আনন্দোৎসবের মধ্যেই ধুবড়ি জেলার শালকোচায় জনৈক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। ইসলামারি এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে আজ শনিবার মৃতদেহটি উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। উদ্ধারকৃত লাশটি চান্দরডিঙা গ্রামের জনৈক আমির হুসেনের পত্নী জাহিদা খাতুন (৩৫)-এর বলে পরিচয় উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, খেতের জমিতে জল দিতে গিয়ে দু দিন আগে সন্ধানহীন হয়েছিলেন জাহিদা খাতুন। আজ শনিবার মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শালকোচা ফাঁড়ির পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ধুবড়ি অসামরিক হাসপাতালে।
দুই কন্যা-সন্তানের জননীর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার সহ গ্রামজুড়ে।