টিআরবিটির প্রশ্ণপত্রে বহু ত্রুটির অভিযোগ আনলেন পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ ২০২২ সালের টি আর বি টি -র পরীক্ষার প্রশ্ণপত্রে বহু ত্রুটির অভিযোগ৷ অভিযোগ সিলেবাস বহির্ভূত প্রশ্ণ করা হয়েছিল, প্রশ্ণপত্রে ভাষাগত সমস্যাও ছিল এবং একই প্রশ্ণের উত্তর বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম রয়েছে৷ যার কারণে তারা বিভ্রান্তের শিকার হয়েছে৷
সমস্যাগুলি সমাধানের জন্য টি আর বি টি -র দ্বাদস হয়েছিল পরীক্ষার্থীরা৷ দাবি তোলা হয়েছিল কি সমস্যা গুলির কারণে যতগুলি প্রশ্ণ উত্তর তাদের কাটা যাবে সে গুলি যাতে তাদের স্টারমার্ক হিসেবে প্রদান করা হয়৷ কিন্তু সমস্যার জট না কাটায় ২০২২ -টেট পরীক্ষার্থীরা শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন৷ পরীক্ষার্থীদের বক্তব্য টেট ওয়ান এবং টেট টু- তে প্রশ্ণপত্র ত্রুটিযুক্ত৷ সেগুলির মার্কস প্রদান করাই তাদের মূল দাবি ছিল৷ কিন্তু বোর্ড টেট ওয়ানে মাত্র একটি স্টার ও টেট-২ তে চারটি স্টার দিয়েছে৷ গত ৬ এপ্রিল ফাইনাল এন্সার কি প্রকাশ করা হয়৷ এই ক্ষেত্রে ত্রুটি গুলি বিবেচনা করেনি টি আর বি টি -র বিশেষজ্ঞরা৷ তাই বাধ্য হয়ে প্রশ্ণ ও রেফারেন্স নিয়ে ফের ডেপুটেশন প্রদান করতে চায় পরীক্ষার্থীরা৷ এই সমস্যার সমাধানের দাবি জানান পরীক্ষার্থীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *