পুলিশ হেপাজত থেকে ফেরার চাকুরী প্রতারক

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ আবারও পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল আসামী৷ প্রতারিত এক যুবককে জনগণ পুলিশের হাতে তুলে দিলেও পুলিশের সামনে থেকেই অভিযুক্ত গা ঢাকা দেয়৷ এও পশ্চিম থানার পুলিশের হাত থেকে পালিয়ে যায় সে৷ অভিযুক্তের নাম অপু দাস৷ সোমবার দুপুরে শহরে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ যদিও এখন পর্যন্ত পলাতক অপু দাসকে জালে তুলতে সক্ষম হয়নি পুলিশ৷
আবারও রাজধানী আগরতলায় পুলিশের হাত থেকে পালিয়ে যায় আসামী৷ জনগণের সাথে প্রতারণার অভিযোগে প্রতারিতরা অপু দাস নামে এক যুবককে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দিলে সে পুলিশের বেরিক্যাড থেকে পালিয়ে যায় বলে অভিযোগ৷ ঘটনার বিবরণে জানা যায়, রাজধানীর ভগবান ঠাকুর চৌমুহনীর এলাকার বাসিন্দা অপু দাস গত কদিন ধরে সিপাহিজলা জেলার দক্ষিণ তৈবান্দাল এলাকায় গিয়ে এসটি কর্পোরেশনে চাকুরি দেবার প্রলোভন দেখিয়ে টাকা তুলতে যায়৷ কাউকে চাকুরি আবার কাউকে লোন দেবার প্রলোভন দিয়ে কাগজপত্র এবং হাজার হাজার টাকা হাতিয়ে নেয়৷ অপু দাস নিজেকে এসটি কর্পোরেশনের লোক বলে পরিচয় দেয়৷
সোমবারও এলাকায় গিয়ে অপু টাকা তুলতে থাকলে এলাকাবাসী তাকে হাতে নাতে ধরে আগরতলায় নিয়ে আসে৷ এরপর সংশ্লিষ্ট দপ্তরে নিয়ে যাওয়া হলে তারা জানতে পারেন অপু দাস এসটি কর্পোরেশনের লোক নয়৷ সে প্রতারক৷ এরপরই প্রতারিত যুবকরা অপুকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেয়৷ পুলিশ আটক করলেও কোন এক সময় অপু পুলিশের ব্যারিকেড থেকে পালিয়ে যায়৷ এরপরই উত্তেজনা দেখা দেয়৷ পুলিশ মামলা হাতে নিলেও এখন পর্যন্ত পলাতক অপু দাসকে জালে তুলতে পারেনি৷ ঘটনায় পুলিশের হাত থেকে আসামী পালিয়ে গেলেও পুলিশ অভিযুক্তকে ধরতে কোন তৎপরতাই দেখাচ্ছে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *