ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।।
অপ্রতিরোধ্য লংতরাইভ্যালি মহকুমা। টানা ৩ ম্যাচে জয়লাভ করে গ্রুপের শীর্ষে তপন দেবে-র দল। বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমাকে পরাজিত করে গ্রুপের শীর্ষে পৌছে গেলো লংতরাইভ্যালি মহকুমা। রাজ্য অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। শুধু তাই নয়, লংতরাইভ্যালি এখন সেমিফাইনালের দ্বারপ্রান্তে অর্থাৎ মূল পর্বে খেলার দাবিদার। আর কে আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে লংতরাইভ্যালি মহকুমা জয়লাভ করে ৮ উইকেটে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়েই চাপে পড়ে যায় গন্ডাছড়া মহকুমা। তপন দেবে-র লংতাইভ্যালির বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে। মিডল অর্ডারে জশোয়া রিয়াং যদি কড়া প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে দলীয় স্কোর হয়তোবা ৬০ রানের গন্ডি পার হতো না। দায়িত্বশীল ব্যাটিং করে জয়োশা দলকে কিছুটা লড়াকু স্কোর গড়াতে সাহায্য করে। জশোয়া ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ রান করে। এছাড়া দলের পক্ষে রিপনজিৎ বিশ্বাস ৪৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। লংতরাইভ্যালির পক্ষে অনিকেত রায় (৪/২৯), সুজিত ঋষি দাস (২/১৪) এবং দলনায়ক সুরজ গুরুং (২/১৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে লংতরাইভ্যালি মহকুমা ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সুজিত ঋষি দাস ৫০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ রানে এবং দলনায়ক সুরজ গুরুং ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে অর্ঘদ্বীপ চৌধুরি ১৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং বিশাল মালাকার ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান।