স্বাস্থ্যসেবা শুধুমাত্র চিকিৎসার বিষয় নয়, একজন ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতাও অন্তর্ভুক্ত : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে নতুন দিল্লিতে সোমবার উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এক বিজ্ঞান বিষয়ক সম্মেলনের উদ্বোধন করেছেন। আয়ুষ মন্ত্রকের অধীনে ‘সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি’ এই বিশেষ সম্মেলনের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, স্বাস্থ্যসেবা শুধুমাত্র চিকিৎসার বিষয় নয়, একজন ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতাও অন্তর্ভুক্ত।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন হোমিওপ্যাথি কলেজের সঙ্গে সিসিআরএইচ-এর একাধিক মউ চুক্তি স্বাক্ষর হয়েছে। সিসিআরএইচ-এর আটটিগ্রন্থ, একটি পোর্টাল এবং একটি ডকুমেন্টারিও অনুষ্ঠানে প্রকাশ করা হয়। সম্মেলনের মূল ভাবনা “হোমিও পরিবার – সর্বজনের সুস্বাস্থ্য, এক স্বাস্থ্য এক পরিবার”। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির প্রতিষ্ঠাতা ডঃ ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর ১০ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালিত হয়।