নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ রাজধানীর ধলেশ্বরের তিন নম্বর রোডে একটি বাড়িতে হানা দিয়ে এলাকার

লোকজন মক্ষীরানি চক্রের দুই মহিলাকে পাকড়াও করেছেন৷ তাদেরকে আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ধলেশ্বরের তিন নম্বর রোডের চন্দন দেবনাথের বাড়িতে বেশ কিছুদিন ধরেই এধরনের কাজকর্ম চলছিল এলাকার লোকজনরা রবিবার দুপুরে দুই মহিলাকে ওই বাড়ি থেকে আটক করেছেন৷ একজনের বাড়ি চন্দ্রপুর এলাকায়, অপরজনের বাড়ি বিশালগড়ে৷