ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল।।শুরু হলো প্রথম বর্ষ রেটিং দাবা প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে হয় দুই রাউন্ডের খেলা। এবারের আসরে অংশ নিয়েছে ১০৫ জন দাবাড়ু। এরমধ্যে গোটা কযেকজন রয়েছেন ভিনরাজ্যের দাবাড়ু। আসাম, পশ্চিমবঙ্গ এবং গুজরাট থেকে কযেকজন দাবাড়ু অসেছেন। রয়েছেন বাংলাদেশেরও দুইজন দাবাড়ু। এন এস আর সি সি-র দাবা হলঘরে হচ্ছে আসর। প্রথমদিনে তেমন কোনও অঘটন নেই বললেই চলে। নামীদামিরা অনেকটা অনায়াসেই জয় পেয়েছে। খেলা পরিচালনা করছেন রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। আজ সকালে তৃতীয় এবং বিকেলে চতুর্থ রাউন্ডের হবে খেলা। শীর্ষ বাছাইদের মধ্যে অভিজ্ঞান ঘোষ, মহ: মোর্তাকিন মন্ডল, দেবাঙ্কুর ব্যানার্জি, বাপু দেববর্মা,অনাবিল গোস্বামী সহ নামীদামিরা জয় পেয়েছেন বলে খবর।
2023-04-09