গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : আগামী ১৪ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হবে এইমস গুয়াহাটি। তাছাড়া, ওই দিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অসমের সর্বকালীন সর্ববৃহৎ সম্মিলিত বিহুনৃত্য প্রদর্শন হবে। তাই আজ রবিবার এইমস-র উদ্বোধনী প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি মেগা বিহু নৃত্য পরিবেশনে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত এবং বিভাগীয় অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) গুয়াহাটির নির্মাণস্থল পরিদৰ্শন করে উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। এইমস পরিদর্শন করে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট সময়ের মধ্যে সরুজাই স্টেডিয়ামে মেগা বিহু নৃত্য পরিবেশনের বাকি কাজগুলি সম্পূর্ণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। মেগা বিহু নৃত্যে মোট ১১,১৪০ জন শিল্পী তাঁদের কলা পরিবেশন করবেন।
এইমস পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, ‘ইনস্টিটিউটটি খুব শীঘ্রই ১৫০ শয্যার আইপিডি ওয়ার্ড শুরু করবে। ওয়ার্ডের কাজ ৮৪ শতাংশ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে তিনটি শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীকে ভরতি করা হয়েছে। আগামী এপ্রিল-মে মাসে আরও এক নতুন ব্যাচের নাম নথিভুক্ত করা হবে। সম্পূর্ণ কার্যকর হয়ে গেলে এইমস গুয়াহাটি উত্তর-পূর্বাঞ্চলে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আরও গুণগত অগ্রগতি আনবে, বলেন মুখ্যমন্ত্রী। প্ৰসঙ্গত, এর আগে ওপিডি, অডিটোরিয়াম, ডাক্তার ও নার্সদের কোয়ার্টার, ছাত্রদের হস্টেল, অগ্নি নির্বাপণ এবং আবর্জনা নিষ্পত্তি ব্যবস্থার অগ্রগতি পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

