কলকাতা, ৯ এপ্রিল(হি.স.) : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হল এম আর বাঙুর হাসপাতাল । এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসা চলা কালে বিদ্যুৎস্পৃষ্ট এক তরুণের মৃত্যুতে রবিবার রোগীর পরিবার পরিজনেরা হাসপাতালে তাণ্ডব চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জানা গেছে, মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হাসপাতালে আনা হয় কসবার বাসিন্দা আমন সাউকে। হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছিল আমনের। রবিবার সকালে বছর কুড়ির ওই তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে আসেন মৃতের বাড়ির লোকজন। তারপর হাসপাতালে তাণ্ডব চালায়। এমনকি চিকিৎসকদেরও হেনস্তা করে বলে অভিযোগ। পুলিশ এসে তাদের আটক করে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

