ঢাকা, ৭ এপ্রিল (হি. স.) : বাংলাদেশের বান্দারবানের রোয়াংছড়ি উপজেলায় দুই পক্ষের গোলাগুলিতে আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে খামতাংপাড়া এলাকা থেকে তাদের দেহ উদ্ধার করা হয়েছে।
এলাকার ভারপ্রাপ্ত ওসি আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকায় গিয়ে ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলি ইতিমধ্যেই বান্দারবান হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তিনি বলেন, তবে কাদের সঙ্গে এদের গুলিযুদ্ধ হয়েছে তা জানা যায়নি। জানা যায়নি, কাদের সদস্য এরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্দুক যুদ্ধ হয়েছিল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত। নিহতদের নাম- লাল ঠা জার বম, ভান দু বম, সান ফির থাং বম, লাল লিয়ান কাং বম, জাহিম বম, সাং খুম ও বয় রেম বম। মৃতদের সকলেই খামতাং পাড়ার বাসিন্দা।