জম্মু, ২ এপ্রিল(হি.স.) : জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে দুদিক থেকে ছোট যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। রবিবার সকাল থেকে মহাসড়কের দুই পাশে ছোট যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। শুধুমাত্র জম্মু থেকে শ্রীনগরে ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। মুঘল রোড থেকে বরফ সরানো হচ্ছে। শিগগিরই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
2023-04-02