নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ আগামী তেশরা এপ্রিল মহাবীর জয়ন্তী৷ এ উপলক্ষে আগরতলা শহর এলাকায় পশু পাখি নিধন এবং যেকোনো ধরনের মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার শনিবার এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে অবগত করেছেন৷ জৈন ধর্মের প্রবর্তক মহাবীর ছিলেন একজন অন্যতম পশুপ্রেমিক৷ তিনি আজীবন পশুদের কল্যাণে কাজ করে গেছেন৷ ৩রা এপ্রিল প্রতিবছর মহাবীর জয়ন্তী পালন করা হয়৷ জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের পশুপ্রেমকে বর্তমান প্রজন্মের কাছেও তুলে ধরার লক্ষ্যে আগরতলা পুর নিগমের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এদিন আগরতলা পুর নিগম এলাকায় যেকোনো ধরনের পশু পাখি নিধন নিষিদ্ধ করা হয়েছে৷ শনিবার এক সাংবাদিক সম্মেলনে নিগমের মেয়র দীপক মজুমদার জানান কোথাও পশু পাখি নিধন করা যাবে না এবং যেকোনো ধরনের মাংস বিক্রি করা যাবে না৷ নির্দেশ অমান্য করা হলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন৷
2023-04-01