ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ।। বেশ উৎসাহ উদ্দীপনায় সাংবাদিকদের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ। আগরতলা প্রেসক্লাব আয়োজিত স্পোর্টস এন্ড গেমস ফেস্ট-২৩ এর অঙ্গ স্বরূপ ক্রিকেট প্রতিযোগিতায় ব্লু দল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স খেতাব পেয়েছে হোয়াইট দল। খেলা শুরুতে টস জিতে ব্লু দলের অধিনায়ক মেঘধন দেব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। টি-টোয়েন্টি ফরম্যাটে সীমিত ওভারের খেলায় ব্লু দল ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার মেঘধন দেব-এর অপরাজিত ৬৭ রান এবং বাপন দাসের ৬৪ রান বেশ উল্লেখযোগ্য। এছাড়া সুব্রত দেবনাথ পেয়েছে ১০ রান। বোলিংয়ে হোয়াইট দলের অনির্বাণ দেব দুর্দান্ত সাফল্য পেয়েছে ২৩ রানের বিনিময়ে একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে। জবাবে ব্যাট করতে নেমে হোয়াইট দল সীমিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার অধিনায়ক সুমন দাসের ৩৩ রান, জাকির হোসেনের ২১ রান, অনির্বাণ দেবের ১৮ রান অভিষেক দে-র ১৩ রান, দিব্যেন্দু দে-র ১৩ রান বেশ উল্লেখযোগ্য। বোলিংয়ে ব্লু দলের বিশ্বজিৎ দেবনাথও দুর্দান্ত সাফল্য পেয়েছে একাই ছয়টি উইকেট তুলে নিয়ে ২২ রানের বিনিময়ে। উল্লেখ্য, ম্যাচ শুরুর আগে মহিলা সাংবাদিক এবং ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের মহিলা ক্রিকেটারদের মধ্যে একটি প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তাতে সুস্মিতা রায় সেনের নেতৃত্বাধীন বি টিম চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স খেতাব পেয়েছে মীনাক্ষী ঘোষের নেতৃত্বাধীন এ-টিম। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে এ-টিম ৭ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করলে জবাবে বি-টিম দুইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দু দলের হয়ে যারা খেলেছেন: টিম-এ: মীনাক্ষী ঘোষ, স্বরূপা নাহা, ইন্দ্রানী দে, অঙ্কিতা বর্ধন, ঋজু সাহা, মামন রবিদাস, নিকিতা দেবনাথ ও রুমা দাস। টিম-বি: সুস্মিতা রায় সেন, পূজা দাস, সুপ্রীতি মুখার্জি, মৃন্ময়ী দেব, অন্নপূর্ণা দাস, অম্বেষা দাস, প্রিয়াঙ্কা সাহা ও প্রিয়াংকা আচার্য। খেলা শুরুর আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন রঞ্জি অধিনায়ক তথা বিসিসিআই-এর ম্যাচ রেফারি রাজীব দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আগরতলা প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে, স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, কনভেনার অভিষেক দে প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ও টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। ম্যাচ পরিচালনায় ছিলেন আম্পায়ার সুকান্ত সাহা, পরাগ সরকার ও বাপন হোসেন। ক্রিকেট টুর্নামেন্টে সেরা বোলার বিশ্বজিৎ দেবনাথ, সেরা ব্যাটসম্যান মেঘধন দেব, সেরা ফিল্ডার কৃষানু দেববর্মা এবং ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে যুগ্মভাবে অনির্বাণ দেব এবং বাপন দাস পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। স্পোর্টস এন্ড গেমস ফেস্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, দুদলের হয়ে আরও যারা খেলেছেন ব্লু টিমের হয়ে মিল্টন ধর, প্রসেনজিৎ সাহা, অভিষেক দেববর্মা, সুমিত সিংহ, অরিন্দম চক্রবর্তী, কৌশিক সমাজপতি, দ্বীপজিৎ আচার্য, সৌরভ মোদক, অঞ্জন দেব, শান্তনু পাল ও সুপ্রভাত দেবনাথ। হোয়াইট টিমের হয়ে: বিষ্ণুপদ বণিক, অমিত দেববর্মা, অনিমেষ শর্মা, পার্থসারথি দেব, শিষান চক্রবর্তী, নারায়ণ শীল, অভিজিৎ মজুমদার ও সুজিত আচার্য। বলাবাহুল্য, আগামী ২৯ মার্চ বেলা ১১ টায় প্রেস ক্লাবের কনফারেন্স হলে সাংবাদিকদের মধ্যে ক্যারাম প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী অর্থাৎ যারা যথাসময়ে নাম জমা দিয়েছেন, ঠিক ১১ টার মধ্যে প্রতিযোগিতাস্থলে রিপোর্ট করার জন্য বলা হচ্ছে।
2023-03-26

