পশ্চিম জয়নগরে দোকান ঘরে নাশকতার আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে৷ রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য এই সুযোগকে কাজে লাগাচ্ছে একাংশের মানুষজন৷ এ ধরনের পরিস্থিতিতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে৷ সরকার ও প্রশাসনকে এসব নাশকতামূলক কার্যকলাপ বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে৷
ভয়াবহ অগ্ণিকান্ডে ভস্মীভূত হয়ে গেল দোকান৷ অভিযোগ নাশকতা মূলক অগ্ণিকান্ড৷ ঘটনা রাজধানীর পশ্চিম জয়নগর এলাকায়৷ জানা যায় শুক্রবার রাত আড়াইটা নাগাদ দোকানের মালিক কিশোর সরকারের ঘুম ভাঙ্গে এলাকাবাসীর চিৎকারে৷ ঘর থেকে বের হয়ে দেখতে পান আগুনের জ্বলছে তার দোকান ঘর৷ খবর দেওয়া হয় সাথে সাথে দমকল কর্মীদের৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ অগ্ণিকাণ্ডের এই ঘটনা নিয়ে ব্যবসায়ী পরিবার এবং বাড়ির লোকজনেরা দ্বন্দ্বে রয়েছে৷ কিভাবে এই অগ্ণি কান্ডের ঘটনা সংঘটিত হয়েছে সেটা বুঝে উঠতে পারছে না৷ তাদের অভিমত বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এ অগ্ণিকান্ডের ঘটনা সংগঠিত হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *