ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ।।দেশের মধ্যে বৃহৎ আয়তনের প্রাইজমানি দাবা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রথমবারের মতো নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে আন্তর্জাতিক ফিডে রেপিড এন্ড ব্লিটজ রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হবে ২৫ থেকে ২৭ মার্চ। খেলা হবে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে অডিটোরিয়ামে। উদ্যোক্তা নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন হলেও সহযোগিতায় থাকবে ফিডে এবং অল ইন্ডিয়া চেস ফেডারেশন অনুমোদিত আসাম দাবা অ্যাসোসিয়েশন। প্রতিযোগিতা ২৫ মার্চে শুরু হলেও অংশ গ্রহণেচ্ছুদের নির্ধারিত ফি-র বিনিময়ে এন্ট্রি নিতে হবে ২৩ মার্চের মধ্যে। রেপিভ এবং ব্লিটজ দুটি বিভাগে প্রতিযোগিতা হবে। বালক বালিকা উভয় গ্রুপে বয়স ভিত্তিক অনূর্ধ্ব ৬, অনূর্ধ্ব ৮, অনূর্ধ্ব ১০, অনূর্ধ্ব ১২ এবং অনূর্ধ্ব ১৪ মোট পাঁচটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সহ দুটি ইভেন্টে সেরা ৪০ এবং সেরা ৩০ জনকে প্রাইজমানি প্রদান করা হবে। দুটো ইভেন্টে আয়োজিত টুর্নামেন্টে মোট প্রাইজমানি রয়েছে ১২ লক্ষ টাকা। ক্যাটেগরি ভিত্তিক উত্তর-পূর্বের সেরা দশ, আসামের সেরা দশ, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সেরা ৪, ছোটদের সেরা ৩, ইত্যাদি ১৬ টি পৃথক পৃথক গ্রুপেও পুরস্কৃত করা হবে। অংশগ্রহণেচ্ছুদের আসাম চেস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে লগ অন করে বিস্তারিত জেনে বা ই-মেইলে এন্ট্রি পাঠাতে জানানো হয়েছে।
2023-03-07