শুখা মরসুমের শুরুতেই পানীয় জলের সংকটে গিরিবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷এই শুকা মরশুমে পানীয় জলের সংকটে গিরিবাসীরা৷  ভোট আসে ভোট যায়৷ রাজনৈতিক দলের নেতারা দিয়ে যায় বস্তা ভরা  প্রতিশ্রুতি৷ভোটের বৈতরাণী পার হলে মনে থাকা না তাদের কথা৷ ভুলে যায় সেই গিরিকন্দরের জনজাতিদের কথা৷  গন্ডাছড়া থেকে অমরপুর সড়কের মধ্যবর্তী স্থানে মইনটিলা এলাকা সংলগ্ণ বাবুসাই এলাকার জনজাতি অংশের লোকেরা এই খরা মরশুমে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন৷  ভোটের বৈতরণী পার হয়ে গেলে কিন্তু কোন রাজনৈতিক দলের নেতারা গিরীবাসীদের কথা  চিন্তা করে না৷ এদিকে সমতলে বর্তমান সরকারের জল জীবন মিশনের আওতায় বাড়ি বাড়ি জলের লাইন বসিয়ে দিলেও তাদের কপালে এখনো জুটেনি জলের সুব্যবস্থা৷  বাশেঁর পাতা পচা জমানো জল খেয়ে জীবন অতিবাহিত হচ্ছে গিরীবাসীদের৷ গিরিবাসিরা জানান, এই পচা জল ছাড়া তাদের জলের কোনো উৎস নেই৷ এই জল খেয়ে তাদের ছোট ছোট ছেলেমেয়েদের বিভিন্ন জলবাহিত রোগ এবং ডায়রিয়া রোগে ভুগতে হচ্ছে৷ তাদের দাবি বর্তমান সরকার তাদের কথা চিন্তা করে জলের ব্যবস্থা করে দিলে তারা উপকৃত হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *