রাহুল গান্ধী দেশের বদনাম করতে ব্যস্ত: বিজেপি

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের মানহানি করছেন বলে অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র শনিবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাহুল গান্ধী অতীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে দেশকে অপমান করার চেষ্টা করেছিলেন এমনটা পাকিস্তানও করে না।

সম্বিত বলেন, বর্তমানে দেশে জি-২০ চলছে। এখানে শীর্ষ ২০টি দেশের প্রতিনিধিরা ভারতের প্রশংসা করছেন কিন্তু এটা দুঃখজনক যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
আজ ভারত জি-২০-এর সভাপতিত্ব করছে, পুরো বিশ্ব প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বকে স্বীকার করছে। অন্যদিকে দেশের প্রধান বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বিদেশে গিয়ে বলছেন ভারত ধ্বংস, এখানে গণতন্ত্র নেই।

সম্বিত বলেন, রাহুল গান্ধী বিদেশে গিয়ে বলছেন যে আমরা বিরোধী দলের নেতা, আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। তাঁর ফোন নাকি ট্যাপ করা হয়েছিল। কিন্তু পেগাসাস মামলার তদন্তের জন্য মোবাইল চাওয়া হলে রাহুল গান্ধী তিনি ফোন দেননি। যদিও তাঁর দল নিজেই স্বীকার করেছিল যে ইউপিএ-২-তে ৯ হাজার ফোন ট্যাপ হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *