কেন্দ্রীয় বাজেটে রেগায় বরাদ্দ সারা দেশের প্রয়োজন মেটাতে যথেষ্ট নয় ঃ গ্রামোন্নয়ন মন্ত্রী

regaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ সাধারণ বাজেটে রেগায় সারা দেশের জন্য অর্থ বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৩৮,৫০০ কোটি টাকা৷ কেন্দ্রীয় সরকারের এই বাজেট বরাদ্দ প্রত্যাশিত মন্তব্য করে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া বলেন, রেগায় এবছর বরাদ্দ বাড়ালেও সারা দেশে একশ দিনের কাজের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা মেটানো সম্ভব হবে না৷ গত বছর কেন্দ্রীয় সরকার রেগায় বরাদ্দ ৩৪,৬৯৯ কোটি টাকা৷
বৃহস্পতিবার মহাকরণে গ্রামোন্নয়নমন্ত্রী সাধারণ বাজেট প্রসঙ্গে বলেন, প্রত্যাশিত হারে রেগায় বরাদ্দ করা হয়েছে ঠিকই৷ কিন্তু প্রয়োজনের তুলনায় তা অনেক কম৷ ৩৮,৫০০ কোটি টাকা সারা দেশের একশ দিনের কাজের জন্য যথেষ্ট নয়৷ তাঁর বক্তব্য, রেগায় আরো বরাদ্দ প্রয়োজন ছিল৷
এদিকে, রাজ্যের প্রসঙ্গে গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, ইতিমধ্যে রেগায় ৯০দিনের কাজ হয়েছে৷ আটটি জেলার মধ্যে দক্ষিণ জেলা সবচেয়ে বেশি কাজ করেছে৷ নতুন করে কেন্দ্রীয় সরকার রেগায় অর্থ বরাদ্দ করেনি৷ সম্প্রতি রেগা প্রকল্পে সড়ক যোগাযোগ এবং বিভিন্ন নির্মাণ কাজ হচ্ছে৷ এদিন তিনি আরো জানান, চলতি আর্থিক বছর শেষ হওয়ার আগে রাজ্য রেগা একশ শ্রমদিবস টার্গেট পেরিয়ে যাবে৷
এদিকে, রেগা শ্রমিকদের মজুরি প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী ১৫ মার্চ শ্রম বাজেট নিয়ে আলোচনা হবে৷ তাতে রাজ্যের তরফে রেগা শ্রমিকদের মজুরি এবং শ্রমদিবস একশ দিন থেকে বাড়িয়ে দুইশ দিন করার প্রস্তাব রাখা হবে৷