নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷ আহত দলীয় কর্মীদের দেখতে গেলেন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা৷ একই সাথে বিকাশ দেববর্মার হাত ধরে কৃষ্ণপুর বিধানসভা এলাকায় বিজেপি দলে যোগদানের হিড়িক অব্যাহত রয়েছে৷ জানা যায় রবিবার মিছিল শেষে বাড়ি ফেরার পথে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ণ এলাকায় যান দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় তিন জন বিজেপি কর্মী৷ আহত বিজেপি কর্মীদের খোঁজখবর নিতে সোমবার সন্ধ্যায় বাইশগড়িয়া এলাকাস্থিত বিজেপি কর্মীদের বাড়িতে যান ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা৷ এদিন তিনি আহত বিজেপি কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার ব্যয় ভার বহনের আশ্বাস দেন৷ পাশাপাশি তিনি আহত বিজেপি কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন৷ অপরদিকে এইদিন সন্ধ্যায় ২৯ কৃষ্ণপুর মন্ডলের অন্তর্গত ২২ নং বুথের মহারানীপুর এলাকায় বিজেপির উদ্যোগে এক যোগদান সভা হয়৷ এই সভায় লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার সহ ১০ পরিবারের ৩৬ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে৷ ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা নবাগতদের বিজেপি দলে বরণ করে নেন৷
2023-01-31