শিলিগুড়ি,৩০ জানুয়রি (হি. স.) : শিলিগুড়ি জংশন সংলগ্ন ডিজেল শেড এলাকায় বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে চিতবাঘ। সোমবার সকালে বন দফতরের খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ।
বেশকিছুদিন ধরেই এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়ায়। এরপর বন দফতরের সারুগারা রেঞ্জের তরফে এলাকায় খাঁচা পাতা হয়। তাতে ছাগলের টোপ রাখা হয়েছিল। তাতেই এদিন চিতাবাঘটি ধরা পড়ে। চিতাবাঘটিকে বেঙ্গল সাফারি পার্কে পাঠানো হয়েছে। মুখে আঘাত রয়েছে। চিতাবাঘের চিকিত্সা চলছে।