গাজোল, ২৪ জানুয়ারি (হি. স.) : মালদার গাজোলের করলাভিটা এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে । জানা গিয়েছে, মৃত ওই প্রৌঢ়ার নাম মোসলেমা খাতুন (৫২)। বাড়ি করকচ গ্রাম পঞ্চায়েতের বাচাহার গ্রামে। তবে বেশ কিছুদিন ধরে করলাভিটা এলাকায় থাকতেন তিনি। একজন অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। এদিন দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজনা ছড়ায় এলাকায়।
এদিন সাইকেলে করে আসছিলেন ওই প্রৌঢ়া। সেইসময় বালুরঘাটের দিক থেকে মালদার দিকে যাওয়া একটি লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে ঘটনার জেরে ৫১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তাঁরা জানান, করলাভিটা মোড় একটি গুরুত্বপূর্ণ জায়গা। সব গাড়িগুলি এখান থেকে ঘুরে বাসস্ট্যান্ডে যায়। যার ফলে সবসময় ব্যস্ত থাকে এই এলাকা। কিন্তু এখানে যান নিয়ন্ত্রণ করার জন্য কেউ থাকে না। করলাভিটা মোড়ে সিভিক ভলান্টিয়ার মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ব্লক গেট এবং সরকারপাড়া মোড়েও সিভিক ভলান্টিয়ার মোতায়েনের দাবি উঠেছে। এদিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনার পরই লরি নিয়ে পলাতক চালক। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।