অঙ্কুরের ৫ উইকেটে প্রথম জয় এন এস আর সি সি’র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।।বল হাতি বিধ্বংসী অঙ্কুর রায় ভৌমিক। অঙ্কুরের ত্বেজে ভষ্মীভূত হলো দশমীঘাট কোচিং সেটার। হারলো   উইকেটে। সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। ড:‌ বি আর আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে বুধবার দশমীঘাটের গড়া মাত্র ৩৯ রানের জবাবে এন এস আর সি সি ৯.‌২ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের অঙ্কুর ৫ উইকেট পেয়েছে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে দশমীঘাট মাত্র ৩৯ রান করতে সক্ষম হয় ২০.‌৫ ওভারে। ম্যাচের শুরু থেকেই দশমীঘাটের ক্রিকেটারদের উপর কার্যত স্ট্রিম রোলার চাপায় অঙ্কর। ডান হাতি ওই বোলারটির দাপটে দ্রুত উইকেট হারাতে থাকে দল। ৮ নম্বরে ব্যাট করতে নেমে দলের হয়ে একমাত্র ২ আঙ্কের রানে পা রাখে শাযন পাল। শায়ন ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে১০ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দলের ৬ জন ব্যাটসম্যান কোনও রান করেনি। আর সি সি-‌র পক্ষে অঙ্কুর (‌৫/‌১১) এবং অভিনব তঁাতি (‌২/‌৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে এন এস আর সি সি   ৫৫ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়‌‌। দলের পক্ষে ওপেনার অভিনব তঁাতি ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ রানে এবং মহিন চৌধুরি ১১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৫ রানে অপরাজিত থেকে যায়।