ডোমজুড়ে আত্মঘাতি যুবক, আটক প্রেমিকা ও তাঁর মা

হাওড়া, ১৭ জানুয়ারি (হি. স.) : এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে হাওড়ার জোমজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত যুবকের নাম রাজীব সানি (৩১)। তিনি ডোমজুড়ের ষষ্ঠীতলার বাসিন্দা। প্রণয়ঘটিত সম্পর্কে অশান্তির জেরে রাজীব আত্মঘাতী হয়েছেন বলে তাঁর পরিবারের অভিযোগ।

মঙ্গলবার সকালে বাড়ি থেকে রাজীব সানির ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। রাজীবের আত্মঘাতী হওয়ার পিছনে প্রেমিকার একাধিক সম্পর্ককেই দায়ী করেছে তাঁর পরিবার। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ও তাঁর মাকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বছরখানেক ওই এলাকারই এক বিবাহিত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রাজীব সানি। ওই মহিলা বিবাহিত তা জানা সত্ত্বেও দু’জনের মধ্যে সম্পর্ক বেশ গভীর হয়ে ওঠে। অভিযোগ, ক্রমে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। ওই মহিলার বাড়িতে যাতায়াত থেকে শুরু করে একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে অনেকটা সময় কাটানো সবই চলত রাজীবের। এমনটাই জানিয়েছে রাজীবের পরিবার।

তবে এখানেই শেষ নয়, পরিবারের আরও অভিযোগ, রাজীব ছাড়াও আরও বেশ কয়েকজনের সঙ্গে প্রেমের সম্পর্ক রেখে চলছিল ওই মহিলা। এই সব কথা রাজীব জানার পর দু’জনের মধ্যে প্রবল ঝামেলা হয়। আর এই অশান্তির জেরেই রাজীব আত্মহত্যা করেন বলে তাঁর পরিবারের অভিযোগ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ডোমজুড় থানার পুলিশ।