বজরং দলের শম্ভু কৈরির খুনি সেলিমকে ফাঁসির দাবিতে বজালির পাঠশালায় মিছিল

পাঠশালা (অসম), ১১ জানুয়ারি (হি.স.) : বজরং দলের জনৈক কার্যকর্তা শম্ভু কৈরিকে নিশংসভাবে খুনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ-মিছিল সংগঠিত হচ্ছে। খুনিকে ফাঁসির দাবি সংবলিত স্মারকপত্র দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট মহকুমা ও জেলা প্রশাসনের হাতে।

এরই অঙ্গ হিসেবে বজালির পাঠশালায় আজ এক প্ৰতিবাদী মিছিল বের করেছেন স্থানীয় বজরং দলের নেতা-কর্যকর্তারা৷ তাঁরা ‘জিহাদি সেলিম উদ্দিনকে ফাঁসি দিতে হবে’, বজরং দল জিন্দাবাদ, শম্ভুর পরিবারের কাউকে সরকারি কর্মসংস্থাপন দিতে হবে. ঘটনার উপযুক্ত তদন্ত চাই’ ইত্যাদি দাবি সংবলিত স্লোগানে এলাকার আকাশ-বাতাস গরম তুলেন মিছিলে অংশগ্রহণকারী বজরঙিরা। মিছিল শেষে বজরং দলের পক্ষ থেকে বিভিন্ন দাবির সংবলিত স্মারকপত্র ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, রবিবার রাতে বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়া মোটর স্ট্যা‌ন্ডে জনৈক মধু কৈরির একমাত্র ছেলে শম্ভু কৈরি (১৬)-কে মাছ কাটার দা দিয়ে কুপিয়ে খুন করেছে জনৈক মনাই মিয়াঁর ছেলে দশম শ্রেণির ছাত্র এনামুল হক ওরফে সে‌লিম (১৬)।‌ এরা দুজনেই একই এলাকার বা‌সিন্দা। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাত‌কের বসতবা‌ড়ি সহ স্থানীয় প্রায় ১২‌টি ব্যবসায়িক প্রতিষ্ঠা‌নে ভাঙচুর ক‌রেন। তবে স্থানীয় পু‌লিশ ও আধাসাম‌রিক বা‌হিনী মা‌ঠে নে‌মে ঘাতক‌কে গ্রেফতা‌রের আশ্বাস দেওয়ার পর প‌রি‌স্থি‌তি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেফতার করে পুলিশ।