নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী৷৷ আনন্দনগরে বুধবার উদ্বোধন হল আনন্দনগর ফায়ার স্টেশনের৷ এইদিন সূচনা করেন অগ্ণিনির্বাপণ দপ্তরের মন্ত্রী রাম প্রসাদ পাল৷ এইদিন ফলক উন্মোচন করে নব নির্মিত আনন্দনগর ফায়ার স্টেশনের উদ্বোধন করেন মন্ত্রী রাম প্রসাদ পাল৷ মন্ত্রী রাম প্রসাদ পাল বলেন মানুষের সম্পত্তি আগুনের হাত থেকে রক্ষা করার জন্য ফায়ার সার্ভিস দপ্তরের কর্মীদের সর্বদা প্রস্তুত থাকতে হয়৷ তিনি আরও বলেন আনন্দনগরের চিত্র বর্তমানে পাল্টে গেছে৷ উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা, ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অজয় কুমার দাস সহ অন্যান্যরা৷
2023-01-04