আসানসোল, ৪ জানুয়ারি (হি. স.) : “এনআইএ একটি স্বয়ংশাসিত সংস্থা। তাঁরা যা করার করবে এবং সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে।” বুধবার কলকাতায় এনআইএ আধিকারিকদের অভিযানে বাধা প্রসঙ্গে এই মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার
এই সঙ্গে তাঁর দিল্লির বাড়িতে রাজ্য পুলিশের নজরদারির অভিযোগ।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমার দিল্লির বাড়ির সামনে ভিডিয়োগ্রাফি করছিল। যখন আমার বাড়িতে কয়েকজন সাংসদের আসার কথা, সেই সময় আমার বাড়ির সামনে ভিডিয়োগ্রাফি করছিল। তাঁদের পাকড়াও করে দেখা গেল, তাঁদের কাছে রাজ্য পুলিশের আইকার্ড। আমাদের ওই এলাকাতে যে পুলিশ চৌকি আছে, সেখানে তাঁকে সমর্পণ করে দিই। আমাদের সহনশীলতা কতটা দেখুন। আমরা তাঁকে পেটাই করিনি, কোনও অভিযোগও করিনি।”
এদিন এক কর্মসূচিতে আসানসোলে গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার। সেখানেই এই মন্তব্য করেন তিনি। মন্ত্রীর বক্তব্য, এর থেকে রাজ্য পুলিশেরও উচিৎ সহনশীলতা শেখা। সুভাষ সরকার বলেন, “এর থেকে বোঝা দরকার, পশ্চিমবঙ্গ সরকার রাজনৈতিক দিক থেকে কতটা অসহনশীল ও কতটা আগ্রাসী। একজন মন্ত্রীর বাড়িতেও ভিডিয়োগ্রাফি করার সাহস পায়।
পাশাপাশি রাজ্য পুলিশও যে যথেষ্ট দক্ষ, সেই কথাও বলেন তিনি। বলেন, “পশ্চিমবঙ্গ পুলিশ তো বরাবরই দক্ষ। কিন্তু তাকে সিপিএম আমল থেকে তৃণমূল পর্যন্ত রাজনৈতিকভাবে ব্যবহার করে অদক্ষ করেছে। পুলিশকে সুযোগ দেওয়া উচিত।” বন্দে ভারতে ঢিল ছোড়ার ঘটনা নিয়ে বলেন, “পশ্চিমবঙ্গের নেতা-মন্ত্রীদের পুলিশকে বলা উচিত, নিরপেক্ষভাবে তদন্ত করে যারা ঢিল ছুড়েছে, তাদের খুঁজে বের করা।”

