শিলচর (অসম), ২ জানুয়ারি (হি.স.) : কাছাড় জেলার উত্তর কৃষ্ণপুর শাহবাজপুরে সড়ক দুর্ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে একটি চার চাকার গাড়ি। বরাতজোরে রক্ষা পেয়েছেন গাড়ির চালক। চলন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খড়ের উপর পড়ে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।
আজ সোমবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে শাহবাজপুরে বাইপাস সড়কে। জানা গেছে, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের পথ ধরে শাহবাজপুরে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। এর পর পাশের খড়ের উপর পড়ে গেলে সঙ্গে সঙ্গে গাড়িতে অগ্নিসংযোগ ঘটে। ঘটনার খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী ছুটে আসলেও ততক্ষণে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি।