গুয়াহাটি, ২ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটিতে পুলিশি হেফাজত থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছিল বিচারাধীন এক বন্দি। পরে অবশ্য তার পরিবারের সদস্যরাই তাকে ফের পুলিশের হাতে সমঝে দিয়েছেন।
জানা গেছে, কুখ্যাত মোটর বাইক চোর শিবু কুমারের নামে গুয়াহাটির বেশ কয়েকটি থানায় মামলা নথিভুক্ত রয়েছে। গতকাল ১ জানুয়ারি বাইক চোর শিবু কুমারকে হাসপাতালে মেডিক্যাল চেকআপের জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশের হেফাজত থেকে সে পালিয়ে গিয়েছিল। গুয়াহাটির ফাটাশিল আমবাড়ি এলাকার বাসিন্দা শিবু কুমার পালিয়ে নিজেরে বাসায় চলে যায়। কিন্তু, একদিন পর আজ ২ জানুয়ারি তাকে তার নিজের পরিবারের সদস্যরা থানায় নিয়ে এসে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

