ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। মৌচাক পেয়েছে প্রথম জয়ের স্বাদ। হারিয়েছে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টারকে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে মৌচাক ১০ উইকেটে বিশাল জয় পেয়েছে কর্নেল চৌমুহনি কোচিং সেন্টার কে পরাজিত করে। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডের খেলায় টস জিতে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রোহন সরকার সর্বাধিক ৩৯ রান পায়। জবাবে মৌচাকের স্নেহাংশু রায় এবং সৃজিত সরকার এর ওপেনিং জুটি অনবদ্য ব্যাটিং উপহার দিয়ে দলকে জয় এনে দেয়। স্নেহাংশু ৪০ রানে এবং সৃজিত ৩১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। মৌচাকের আইজ্যাক দেববর্মা ২১ রানে তিনটি উইকেট তুলে নিয়ে দুর্দান্ত বোলিং প্রতিভার পরিচয় দেয় এবং প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পায়।
2022-12-30